আমাদের কার্যক্রম
আইন বিষয়ক পাবলিকেশন্স
দেশের আইনজ্ঞ, বিজ্ঞ বিচারক, বিজ্ঞ আইনজীবী, আইনের শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবীগণের আইন বিষয়ক মতামত, আর্টিকেল, পরামর্শ প্রকাশ।
আইন শিক্ষা ও আইন বিষয়ক সংবাদ
তথ্যপ্রযুক্তি মাধ্যমকে কাজে লাগিয়ে নিজেদের উৎকর্ষতা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইন শিক্ষার প্লাটফরম। পাশাপাশি আইন বিষয়ক বিভিন্ন গেজেট, তথ্য এবং সংবাদ প্রকাশ।
আইনি পরামর্শ
আইন বিষয়ক পরামর্শ নিয়ে সবসময় আপনাদের পাশে
ABOUT US
lex mirror কি?
“শুভ চিন্তার উদয় হউক প্রতিটি সত্তায়”
এই স্লোগানকে সামনে রেখে দেশের বিজ্ঞ বিচারক, বিজ্ঞ আইনজীবী, শিক্ষক, আইন প্রয়োগ, প্রণয়ন সংক্রান্ত সংস্থার সাথে জড়িত ব্যক্তি, আইনের শিক্ষার্থী এবং সাধারন জনগনকে সাথে নিয়ে আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ওয়েব পোর্টাল lexmirror এর যাত্রা।
আইনের কাজ হল শুদ্ধ, সত্য এবং হিতকর সমাজ গঠন। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আইনের আয়নায় নিজেদের দেখে, সবার হৃদয়ে শুভচিন্তার উদয় হোক। সমাজ পরিবর্তনে আমরাও যেন পাশে দাঁড়াতে পারি।
যদিও এটি আইন সংক্রান্ত পেইজ, তবু সমাজ, ধর্ম,সাহিত্য কোন কিছুই আইনের বাইরে নয়।আইনি বিষয় ছাড়াও সমাজ সচেতনতায় আপনার সুচিন্তিত মতামত, জীবন ঘনিষ্ঠ এবং শিক্ষামূলক বিষয় লিখে পাঠান। আমরা তা প্রকাশ করতে চেষ্টা করবো।
Lexmirror এর প্রধান উপদেষ্টা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর আইনজীবী, আইন শিক্ষার জগতে সুপরিচিত নাম, মানবাধিকার ব্যক্তিত্ব ব্যারিস্টার মশিউর রহমান সবুজ।

সর্বশেষ
দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে
আমাকে কেউ যদি প্রশ্ন করে সাংবিধানিক আইনের উপর আগ্রহের কারণ কি, এর উত্তর হবে এমনঃ দেশে আইনের শাসনের অভাব, দুর্বল গণতন্ত্র, মৌলিক অধিকার নিয়ে উদাসীনতা সহ নানা বির্তকই মূলত আমাকে সাংবিধানিক আইনের দিকে আগ্রহী করে তুলেছে। এর বীজটা বপন করেছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক আরিফ রব্বানী খান স্যার। এ জগতে প্রবেশ করে যাকে দেখে বিস্ময়ে অভিভূত […]
ধর্ষনঃ বাংলাদেশ ও ভারত পেক্ষাপটে এই সামাজিক ব্যাধির শেষ কোথায়
মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিবঃ সম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষন এবং যৌন নির্যাতনের ঘটনা সত্যি জাতির জন্য লজ্জাজনক। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা কি এমন একটা সমাজ তথা দেশ গঠন করতে চেয়েছি! পত্রপত্রিকা, টিভি নিউজ বা সামাজিক যোগাযোগ মাধ্যম সব স্থানেই খবরের শিরোনাম হচ্ছে নারী নির্যাতনের খবর। এই সকল ধর্ষণ এবং নারী নির্যাতনের ব্যাপারে কঠোর নিন্দা […]
পরকীয়াঃএকটি সামাজিক ব্যধি, এখনি সময় এটিকে নিয়ন্ত্রনের
মোঃ আরিফ হুসাইনঃ বর্তমানে নিউজ চ্যানেল এবং পত্রিকা খুললেই প্রতিনিয়ত চোখে পড়ে- মায়ের পরকীয়ায় বলি শিশু সন্তান (প্রথম আলো), শ্যালিকার সঙ্গে পরীকায় জেরে শিশু হত্যা স্ত্রীর (প্রথম আলো), পরকীয়া প্রেমিকের হাতে স্বামী খুন, ৩ মাস পর মিলল লাশ (N TV)। পরকীয়া (ইংরেজি: Adultery বা Extramarital affair বা Extramarital sex) হল বিবাহিত কোন ব্যক্তির (নারী বা পুরুষ) স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোন ব্যক্তির সাথে বিবাহোত্তর বা বিবাহবহির্ভূত প্রেম, যৌন সম্পর্ক ও যৌন কর্মকান্ড। Cambridge Dictionary তে বলা আছে, পরকীয়া হলো- Sex between a married man or woman and someone he or she is not married to. দিন দিন বাংলাদেশে পরকীয়া বেড়েই চলছে এবং এটিকে কেন্দ্র করে গড়ে উঠছে ভিন্ন ভন্ন অপরাধ।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি জরিপে এমন একটি চিত্র পাওয়া গেছে, স্বামীর পরকীয়ার কারণে ৮০ শতাংশ স্ত্রীরা বিবাহ বিচ্ছেদের আবেদন করে থাকেন।অন্য একটি গবষেণায় দেখা গেছে পরকীয়ায় বেশি জড়াচ্ছেন মধ্যবয়সীরা এবং তাদের মধ্যে এগিয়ে নারীরা । পরকীয়ার জন্য কি স্বামী না স্ত্রী দায়ী? এ ব্যাপারে নারী বা পুরুষ- কে দায়ী তা বলা মুসকিল৷ একজন পার্টনার পরকীয়ায় জড়িয়ে গেলে, অন্যজন তার প্রতি প্রতিশোধ নেয়ার জন্যও অনেক সময় নিজেকে অন্য আরেকজনের সঙ্গে জড়িয়ে ফেলেন। তবে পরকীয়ার জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাদের সন্তান। কেন পরকীয়া দিন দিন বেড়েই চলছে? পরকীয়ার প্রথম কারন হলো- স্বামী অথবা স্ত্রী একে অপরকে পর্যাপ্ত সময় না দেওয়ার কারনে স্বামী-স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয়। স্বামী অথবা স্ত্রী এমন কাউকে খুজতে থাকে যার সাথে তার একাকীত্ব ঘুচে যায়। এমন কাউকে খুজতে থাকা থেকেই পরকীয়ার সূত্রপাত হয়। ছেলে ও মেয়েরা কিন্তু একই কারণে পরকীয়ায় জড়ায় না। মেয়েরা মূলত পুরুষের বুদ্ধিবৃত্তিক, আবেগীয় ও অর্থ সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে এবং শারীরিক চাহিদা থেকে পরকীয়ায় জড়ায়। অন্যদিকে পুরুষরা সাধারণত বহুগামী মানসিকতা থেকে পরকীয়ায় জড়িয়ে থাকে। অফিস সহকর্মী কিংবা বন্ধুবান্ধবদের পরকীয়ার গল্প শুনতে শুনতেই অনেকে নিজের জীবনেও সেই উত্তেজনা খুঁজতে গিয়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন। আমেরিকার নিউ ওমেন ম্যাগাজিনের জরিপে জানা যায় চাকরিজীবী বিবাহিত নারীরা তাদের কর্মস্থলেই ‘লাভার’দেরসঙ্গে দেখা সাক্ষাত করে থাকেন। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক জরিপে জানা যায় যে, ২৫ শতাংশ পুরুষ পরকীয়া করছে এবং ১৭ শতাংশ নারী তাদের স্বামীদের প্রতি বিশ্বস্ত নয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চাইল্ড অ্যাডোলসেন্ট ও ফ্যামিলি সাইকিয়াট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ বলেন, অনেক সময় মানসিক সমস্যার কারণেও মানুষ পরকীয়ায় জড়াতে পারে।যাদের মধ্যে বাইপোলার মুড ডিজঅর্ডার আছে, তাঁদের পরকীয়ার সম্পর্কে জড়ানোর প্রণতা দেখা যায়। তাঁরা কোনো কিছুর মধ্যে স্থিরতা খুঁজে পায় না। সঙ্গীর উদাসীনতা ও দূরত্বের কারণেও অনেক সময় মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ে জানিয়ে তিনি বলেন, অনেক সময় স্বামী-স্ত্রী বাস্তবতার কারণে, কাজের কারণে হয়তো দূরে চলে যায়। তখন তাঁদের মধ্যে পরকীয়ার আগ্রহ বাড়ে। অনেক সময় পশ্চিমা সংস্কৃতির ধাঁচ নিজেদের মধ্যে আনতে চায়, তখন পরকীয়া বাড়ে। এ ছাড়া স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব, দূরত্ব ইত্যাদির জন্যও অন্যের প্রতি আগ্রহ, আসক্তির ঘটনা ঘটে। পরকীয়া দিন দিন বেড়ে যাওয়ার অন্য একটি কারণ পরকীয়া অপরাধের স্ট্রিক কোন আইন না থাকা। শুধুমাত্র দণ্ডবিধির ৪৯৭ নম্বর ধারা অনুযায়ী এই অপরাধের শাস্তি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে এবং তা শুধুমাত্র পুরুষ এর জন্য নারীর জন্য নয়। বর্তমানে মানুষের ধর্মীয় মূল্যবোধ কমে যাওয়াও পরকীয়া বেড়ে যাওয়ার অন্যতম একটি কারণ । কেননা পৃথিবীর প্রায় সকল ধর্ম পরকীয়া কে অন্যায় ও অপরাধ মনে করে। পরিশেষে এতটুকু বলতে চাই, স্বামী ও স্ত্রীর পরস্পরের পরিপূর্ণ অধিকার আদায়, সামাজিক ও ধর্মীয় মুল্যবোধ, বিবাহে বয়ষের অতিরিক্ত তারতম্য দূরিকরণ এবং স্ট্রিক আইনের মাধ্যমেই পরকীয়া ব্যধি সমাজ থেকে হ্রাস করা সম্ভব। লেখকঃশিক্ষার্থী,আইন বিভাগ ,উত্তরা বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশে পতিতাবৃত্তি বৈধ, না অবৈধ?
এ্যাডভোকেট সিরাজ প্রামাণিকঃ শ্রাবন্তী (ছদ্মনাম) একজন পতিতা, সৎ মায়ের ঘরে বেড়ে ওঠা তার। সংসারে উপার্জনেরকোনো লোক নেই। তাই সুন্দর, স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়ে নাম লেখানপতিতাদের তালিকায়। কখনো কখনো রাস্তায়, রেললাইনের পাশে কখনো সমাজের বিভিন্নস্তরের মানুষের বাসায় কিংবা হোটেলে রাত যাপন করতে হয় নতুন নতুন খদ্দেরের সঙ্গে। আরএর সাথে যুক্ত থাকে কয়েকজন দালাল চক্র। কোনো […]
ভোক্তা অধিকার সম্পর্কে জেনে নিই,সচেতন হই।
মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ মেহেদীঃ ১৫ মার্চ আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস। কোনো দোকানে গেলে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বা সেবা বিক্রয় করা ভোক্তা অধিকার-বিরোধী কাজ। শুধু এটিই নয়, খাবার পানীয় বা অন্য কোনো খাবারে বিষাক্ত বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা নিষেধ। মিথ্যা বা চাতুর্যপূর্ণ বিজ্ঞাপন দিয়ে ক্রেতাকে নিম্নমানের পণ্য কিনতে উদ্বুদ্ধ করা, দাম অনুযায়ী […]
ফটো গ্যালারী
"Justice in the life and conduct of the State is possible only as first it resides in the hearts and souls of the citizens"

"The court has to innovate new methods and strategies to provide access to justice to large masses of people who are denied basic human rights, to whom liberty and freedom have no meaning"

"Injustice anywhere is a threat to justice everywhere"

৫০
বিশিষ্ট আইনজ্ঞ
১০
লেখা / প্রতিদিন
১০০০
পাঠক / প্রতিদিন
২০০
লেখক
lex mirror পরিবার



